মঙ্গলবার ৮ জুলাই ২০২৫ ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ৮ জুলাই ২০২৫
শিশুর মানসিক ও শারীরিক নির্যাতন প্রতিরোধ বিষয়ক সেমিনার
আলমগীর হোসেন, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৬ নভেম্বর, ২০২২, ৭:২৮ PM

দক্ষিণ এশিয়ার শিশু উন্নয়ন প্রকল্পের আওতায় মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার চাতলাপুর চা বাগানের ফাঁড়ি পালকি ছড়া চা বাগান মিশন প্রকল্পে দিনব্যাপী শিশুর মানসিক ও শারীরিক নির্যাতন প্রতিরোধ বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়।

শুক্রবার ( ২৫ নভেম্বর)  সকাল ১১ টায় প্রকল্প মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ সেমিনার শুরু হয়।

পালকি ছড়া মিশন প্রকল্প ব্যবস্থাপক মিল্টন বৈরাগীর সভাপতিত্বে কৃপা মারাকের সঞ্চালনায় সেমিনারের প্রয়োজনীয়রা ওপর আলোচনা করেন প্রকল্প সমন্বয়ক জ্যাকব কুমার দাস। এর পর বিষয়ের ওপর অংশ গ্রহণকারী কিশোর কিশোরীদের উদ্দেশ্যে আলোচনা করেন আইডিয়াল কিন্ডারগার্টেন স্কুলের অধ্যক্ষ মো. মুজিবুর রহমান।  শিশুর মানসিক ও শারীরিক নির্যাতন প্রতিরোধে করণীয় বিষয়ে হাতে কলমে আলোচনা করা হয়। তাছাড়া শিশুদের মামসিক বিকাশ ও উন্নয়নের ওপর আলোচনা করা হয়।

চাতলাপুর ও পালকি ছড়া চা বাগানের চা শ্রমিক পরিবারের ৪২ জন কিশোর কিশোরী এ সেমিনারে অংশ গ্রহণ করে। 

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত