ফেনীর সোনাগাজীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে উপজেলা পরিষদ উন্নয়ন তহবিল (রাজস্ব) থেকে শতাধিক কৃষকের মাঝে ধান, গম ও শস্যের বীজ বিতরণ করা হয়।
রোববার (২৭নভেম্বর) বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসাবে বিতরণ কাজের উদ্বোধন করেন, ফেনী জেলা আ'লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন।
বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার সাজ্জাদ হোসেন মজুমদার, চরমজলিশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম.এ হোসেন, আনসার ভিডিপি অফিসার রাবেয়া পারভীন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান রাসেল, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল সালাম খোকন, পৌর-ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলম শাহীন, কৃষি উদ্যোক্তা আবু সাইদ রুবেল।
বিতরণ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে শতাধিক প্রান্তিক কৃষক ও স্থানীয় নেতা কর্মিবৃন্দ উপস্থিত ছিলেন।
বাবু/জেএম