বাড়ির ছাদে সৌদি আরবের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আরমান (১৪) নামের এক কিশোর দগ্ধ হয়েছে। শনিবার (২৬ নভেম্বর) দুপুরে ঢাকার কেরানীগঞ্জের আব্দুল্লাহপুরে এ ঘটনা ঘটেছে। আরমান আব্দুল্লাহপুরের একটি খাবার হোটেলের কর্মচারী ছিলেন।
এ তথ্য নিশ্চিত করেন ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া। তিনি জানান, তিনতলা একটি ভবনের ছাদে বাঁশের সঙ্গে সৌদি আরবের পতাকা টাঙানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয় আরমান। বিদ্যুৎস্পৃষ্টে তার হাত ও মুখ দগ্ধ হয়েছে।
স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে আনা হয়।
বাবু/জেএম