বুধবার ১৬ জুলাই ২০২৫ ১ শ্রাবণ ১৪৩২
বুধবার ১৬ জুলাই ২০২৫
বঞ্চিত পরিবারের কাছে জেলা প্রশাসনের শীতবস্ত্র বিতরণ
রাশেদুল ইসলাম, কক্সবাজার
প্রকাশ: মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২, ২:২২ PM

কক্সবাজারের রামুতে সুবিধা বঞ্চিত ৪২টি পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে জেলা প্রশাসন৷

উপজেলার দক্ষিণ মিঠাছড়ির আশ্রয়ণ প্রকল্পের সুবিধাভোগীদের মাঝে চ্যারিটি রাইট নামের সংগঠনের সহযোগিতায় ও কক্সবাজার জেলা প্রশাসনের আয়োজনে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

মঙ্গলবার (২৯ নভেম্বর) সকাল ৯টায় দক্ষিণ মিঠাছড়িতে এই আয়োজন করা হয়।

জেলা প্রশাসক : মামুনুর রশীদ'র সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো: আশরাফ উদ্দিন ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো: আনোয়ার পাশা।

বিভাগীয় কমিশনার বলেন, মুজিববর্ষের ঘর প্রধানমন্ত্রীর যুগোপযোগী উদ্যোগ।উপকারভোগীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা কিভাবে শান্তিতে থাকতে পারেন, জীবিকা নির্বাহ করা যায় সে বিষয়ে প্রধানমন্ত্রী ভাবেন। প্রশিক্ষণের ব্যবস্থাও করা হয়েছে আপনাদের জন্য, প্রশিক্ষণ নেবেন।

এসময় অতিথিবৃন্দ বক্তব্য রাখেন। পাশাপাশি উপকারভোগীদের মধ্যে মুজিববর্ষের ঘর পেয়ে আনন্দের কথা ব্যক্ত করেন হামিদা বেগম ও দিলরুবা ইয়াসমিন।

বিতরণ অনুষ্ঠানে রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা মুস্তফার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, চ্যারিটি রাইট এর চেয়ারম্যান আশফাক উদ্দিন, রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল হোসাইন, এলজিইডি রামু প্রকৌশলী মঞ্জুর হাসান ভূঈয়াসহ প্রমূখ৷

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত