রবিবার ১৩ জুলাই ২০২৫ ২৯ আষাঢ় ১৪৩২
রবিবার ১৩ জুলাই ২০২৫
কলারোয়ায় ১৬ স্বর্ণের বারসহ যুবক আটক
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২, ৭:৫৩ PM
সাতক্ষীরার কলারোয়া সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ১ কেজি ৮৫৭ গ্রাম ওজনের ১৬টি স্বর্ণের বার ও একটি ইজিবাইকসহ মো. অহিদুজ্জামান (৩৫) নামে এক যুবককে আটক করেছে বিজিবি।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দুপুরে উপজেলার হরিদাস ঠাকুর আশ্রম সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মো. অহিদুজ্জামান একই উপজেলার কেড়াগাছি গ্রামের শেখ আব্দুল হামিদের ছেলে।

বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ন সদর দপ্তর থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাকডাংগা বিওপি’র টহল কমান্ডার নায়েব সুবেদার মো. রফিকুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ টহলদল হরিদাস ঠাকুরের আশ্রম সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ১ কোটি ৫৯ লাখ ৭০ হাজার ২০০ টাকা মূল্যের ১ কেজি ৮৫৭ কেজি ওজনের ১৬টি স্বর্ণের বার এবং একটি ইজিবাইকসহ মো. অহিদুজ্জামানকে আটক করে।

আটক অহিদুজ্জামানকে ইজিবাইকসহ কলারোয়া থানায় সোপর্দ এবং স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত