রবিবার ১৩ জুলাই ২০২৫ ২৯ আষাঢ় ১৪৩২
রবিবার ১৩ জুলাই ২০২৫
গৌরনদীর ১৬ স্কুলে ১০ টাকায় ‘দুপুরের খাবার’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২, ৭:৫৭ PM
বিদ্যালয়ে শতভাগ উপস্থিতি নিশ্চিত ও পুষ্টি চাহিদা পূরণের লক্ষে ‘চলো আমরা স্কুলে যাই, পড়া শেষে একসাথে দুপুরের খাবার খাই’-স্লোগানে বরিশালের গৌরনদী উপজেলার ১৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য চালু করা হয়েছে ১০ টাকার টিফিন কার্যক্রম ‘মিড ডে মিল’।

বৃহস্পতিবার (০১ ডিসেম্বর) দুপুরে উপজেলার হাপানিয়া-শরিফাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের অংশগ্রহণে গৌরনদী উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ ও উপজেলা শিক্ষা অফিসের যৌথ আয়োজনে প্রধান অতিথি হিসেবে “মিড ডে মিল” কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস।

এতে বিশেষ অতিথি ছিলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত মাহিলা ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আহসান হাবীব ও উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাকটর সফিকুল ইসলাম।  

বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুর রহিম হাওলাদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মো. নাসির উদ্দিন, একেএম মিজানুর রহমান, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য সাইদুর রহমান প্রমুখ।

উপজেলার ১৬টি স্কুলেই এই “মিড ডে মিল” কর্মসূচী নিয়েছে উপজেলা প্রশাসন। এ কর্মসূচীর মাধ্যমে মাসে দুইদিন টিফিনের ১০ টাকায় দুপুরের খাবার পাবে শিক্ষার্থীরা। এ ছাড়াও দরিদ্র শিক্ষার্থীরা এই খাবার খেতে পারবে বিনামূল্যে।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত