রাজশাহী বিভাগীয় গণসমাবেশ সফলভাবে সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় সমাবেশস্থলে আগত নেতাকর্মীদের ধৈর্য ধরে অপেক্ষা করার আহ্বান জানান তিনি।
আজ শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে রাজশাহীতে পৌঁছে ঐতিহাসিক মাদ্রাসা ময়দান পরিদর্শন শেষে দলের নেতাকর্মী ও সাংবাদিকদের সামনে তিনি এ আশা প্রকাশ করেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এই শীতের রাতে আপনারা এখানে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আছেন গণতন্ত্রের মুক্তির জন্য, দেশনেত্রীর মুক্তির জন্য, ভোটের অধিকারের জন্য, আইনের শাসনের জন্য, বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করবার জন্য। এজন্য আপনাদেরকে আন্তরিক অভিবাদন।’
এ সময় অন্যদের মধ্যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দ্রব্যমূল্যের অসহনীয় ঊর্ধ্বগতি, লাগাতার লোডশেডিং, দুর্নীতি-দুঃশাসন, গুম, হত্যা, মামলা-হামলা, ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা ও বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে শনিবার দুপুর ২টায় রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানের বিএনপির রাজশাহী বিভাগীয় গণসমাবেশ শুরু হবে। গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন- দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপির রাজশাহী মহানগর আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী ঈশার সভাপতিত্বে অন্যদের মধ্যে বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম মণ্ডল, বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহীন শওকত খালেক, বিএনপির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, রাজমাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলনমহ জাতীয় ও স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ বক্তব্য দিবেন।
-বাবু/এ.এস