শুক্রবার ১১ জুলাই ২০২৫ ২৭ আষাঢ় ১৪৩২
শুক্রবার ১১ জুলাই ২০২৫
সাতক্ষীরায় সাফজয়ী সাবিনা ও মাসুরাকে সংবর্ধনা
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২, ৪:১১ PM
সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী নারী মহিলা ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন ও ডিফেন্ডার মাসুরা পারভীনকে সাতক্ষীরায় সংবর্ধনা দেওয়া হয়েছে। রোববার (৪ ডিসেম্বর) বিকেলে জেলা স্টেডিয়ামে সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির পক্ষ থেকে তাদের এ সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি সাফজয়ী অধিনায়ক সাবিনা খাতুনকে তিন লাখ টাকা ও মাসুরা পারভীনকে এক লাখ টাকার চেক তুলে দেন। অনুষ্ঠানে তাদেরকে সংবর্ধনা স্মারকও দেওয়া হয়।

এতে সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি কাজী আরিফুর রহমান সভাপতিত্ব করেন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তৃতা করেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মীর তানজির আহমেদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. সজীব খান, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আমানউল্লাহ-আল হাদী, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আশরাফুজ্জামান আশু ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মীর মাহমুদ হাসান লাকী প্রমুখ।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত