রবিবার ৬ জুলাই ২০২৫ ২২ আষাঢ় ১৪৩২
রবিবার ৬ জুলাই ২০২৫
টেকনাফে বিভিন্ন মামলার ১৬ আসামি গ্রেফতার
রাশেদুল ইসলাম, কক্সবাজার
প্রকাশ: সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২, ৮:৪৩ PM
কক্সবাজারের টেকনাফে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ১৬ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। রোববার রাত সাড়ে ১২টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত টেকনাফ মডেল থানার ওসি মো. আব্দুল হালিমের নেতৃত্বে বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন-টেকনাফ পৌরসভার ১ নম্বর ওয়ার্ড নাইটংপাড়ার মৃত আলী জোহারের ছেলে শাহরুখ খান (২০), মো. রফিকের ছেলে মো. ইউসুফ (২৬), মৃত মো. করিমের ছেলর আবুল হোসেন প্রকাশ কালু (২৮), সদরের খোনকার পাড়ার আব্দুল করিমের ছেলে রশিদ (২০), উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মৃত মকতুল হোসেনের ছেলে জামাল হোসেন (২৮), হোয়াইকং কেরুনতলীর মৃত হাজী গুরা মিয়ার ছেলে খায়রুল বশর (৩৭), মৃত গোলাম আকবরের ছেলে ফজল করিম (৩৪), হ্নীলা জাদিমুরা রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মৃত নুরুস সালামের ছেলে মো. সাইফুল ইসলাম (৩০) ও সাবরাং খয়রাতি পাড়ার শাহাব মিয়ার ছেলে আইয়ুব আলী (৩৭)।

আরও আছেন বাহারছড়া উত্তর শিলখালীর মৃত আমির মোহাম্মদের ছেলে ইসহাক আহম্মদ (৫৯), একই এলাকার ইসহাক আহম্মদের ছেলে মো. ইউনুছ (৩২), মৃত মো. হোছনের ছেলে মো. আব্দুল্লাহ (৩৭), মৃত আমির আহম্মদের ছেলে হাজী ইসহাক আহম্মদ (৫৯), টেকনাফ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড অলিয়াবাদের মৃত নেওয়ামত উল্লাহর ছেলে মো. ওবাইদ উল্লাহ (৩৭), ডেইল পাড়ার মৃত আ. গফুরের ছেলে মো. আ. খালেক প্রকাশ কালু হোসেন ও টেকনাফ পৌরসভার মৃত মো. কাশিমের ছেল বদি আলম প্রকাশ বদাইয়াসহ সর্বমোট ১৬ জন।

গ্রেফতার আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম গ্রহণের পর আদালতে প্রেরণ করা হয়েছে।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত