"আসুন, জাতীয় উন্নয়নের স্বার্থে দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হই" এই গানকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে নীলফামারীর ডিমলায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন করা হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও উপজেলা প্রশাসনের আয়োজনে (৯ ডিসেম্বর) শুক্রবার সকালে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ কামরুল আহসান লিজুর সভাপতিত্বে ও সদস্য আব্দুর রহমান এর সঞ্চালনায় উপস্থিত নীলফামারী-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার, ইউএনও বেলায়েত হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্রনাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা সিদ্দীকা, ওসি-তদন্ত বিশ্বদেব রায়, অবসর প্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আশরাফ আলী, কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেকেন্দার আলী প্রমুখ।
-বাবু/এ.এস