ময়মনসিংহের নান্দাইলে বাকচান্দা ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ রয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের দাবি এলাকাবাসীর।
সরেজমিন মাদ্রাসায় গিয়ে জানা যায়, মাদ্রাসা শিক্ষক ছাত্র-ছাত্রী ও এলাকাবাসীর মধ্যে চাপা খুব ও উত্তেজনা বিরাজ করছে। মাদ্রাসার আরবি বিভাগের প্রভাষক মাওলানা আসাদুল্লাহ (ফাজিল বিভাগ) তিনি জানান গত ফেব্রুয়ার্রী মাসে শিক্ষকমন্ডলী সভায় সর্ব সম্মতিক্রমে অধ্যক্ষের পরেরস্থানে থাকা আসাদুল্লাহ কে ভারপ্রাপ্ত অধ্যক্ষ করার সিদ্ধান্ত হলেও হঠাৎ করে তড়িঘড়ি করে কমিটি ও শিক্ষক মন্ডলীকে না জানিয়ে ৯ মার্চ মাদ্রাসার অধ্যক্ষ আবুল মনসুর জ্যেষ্ঠতা লঙ্ঘন করে আপন ভাগিনা ৬ নম্বরে থাকা জুনিয়র একজন শিক্ষক মাওলানা মোজাম্মেল হক কে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ দেন যাহা জ্যেষ্ঠতার লঙ্ঘন, মাদ্রাসার নিয়োগ বিধিমালার পরিপন্থী।
এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে সিনিয়রিটি বজায় রেখে মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগের বিধান রয়েছে। এদিকে মাদ্রাসার সিনিয়র আরবি প্রভাষক মাওলানা আজহারুল ইসলাম মাওলানা আলাউদ্দিন বি এস সি গণিত মাধ্যমিক শাখার আল মামুন জানান শিক্ষক মন্ডলীকে না জানিয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগের বিষয় নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে লিখিতভাবে জানানো হয়েছে এবং মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিবেন বলে আমাদেরকে আশ্বস্ত করেন। এব্যাপারে এলাকাবাসী জানান অধ্যক্ষ আবুল মনসুর সিনিয়র শিক্ষক থাকার পরেও একজন জুনিয়র শিক্ষককে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ, পছন্দমত সিলেকশন কমিটি করা ঘুষ দুর্নীতির মাধ্যমে জ্যেষ্ঠতা লঙ্ঘন ও অনিয়ম হয়েছে বলে তারা মনে করেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল মনসুর জানান, আমার কাছে অভিযোগ দেওয়া হয়েছে বিষয়টি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। এ ব্যাপারে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোফাখারুল ইসলাম জানান, বিষয়টি তদন্তাধীন রয়েছে আমি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করব। অপরদিকে শিক্ষক মন্ডলীরা ও এলাকাবাসী নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ বাতিলসহ মাদ্রাসার বিভিন্ন অনিয়ম দ্রুত তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছে।
বাবু/জেএম