শনিবার ৫ জুলাই ২০২৫ ২১ আষাঢ় ১৪৩২
শনিবার ৫ জুলাই ২০২৫
গুরুদাসপুরে বিনামূল্যে সার-বীজ বিতরণ
নাটোর প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২, ৬:০৩ PM
নাটোরের গুরুদাসপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২২-২৩ অর্থ বছরে রবি মৌসুমে গুরুদাসপুর পৌরসদরসহ উপজেলার ৬টি ইউনিয়নে মোট ৫ হাজার ৭শ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

রোববার সকাল ১০টায় উপজেলা কৃষি অফিসে কৃষকদের মধ্যে বিনামূল্যে বোরো উফশী ও হাইব্রিড ধানের বীজ এবং সার বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ। 

উপজেলা কৃষি অফিসার মো. হারুনর রশীদ জানান, এই কর্মসূচির আওতায় ১ বিঘা জমির জন্য হাইব্রিড ধানের আওতায় ৪ হাজার কৃষককে ২ কেজি করে হাইব্রিড ধানের বীজ ও উফশী ধানের আওতায় ১ হাজার ৭শ কৃষককে ৫ কেজি করে উফশী ধানের বীজ প্রদান করা হয়েছে। সেইসাথে সুবিধাভোগী সকল কৃষককে ডিএপি সার-১০ কেজি ও এমওপি সার-১০ কেজি করে প্রদান করা হয়েছে।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত