সেবা নিতে এসে কোন মানুষ যেন ভোগান্তিতে না পড়ে সরকারের নির্দেশনা মতে সেদিকে সবসময় দৃষ্টি থাকবে বলে জানিয়েছেন কক্সবাজারের নবাগত জেলা প্রশাসক (ডিসি) মুহাম্মদ শাহীন ইমরান।
সোমবার (১২ ডিসেম্বর) বিকেলে শহিদ এটিএম জাফর আলম সিএসপি সম্মেলন কক্ষে জেলার বিভিন্ন দপ্তরের প্রধান ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় ও পরিচিতি সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরান বলেন, মাদক বন্ধ করতে হলে আমাদের সন্তানদের বিনোদন এবং সাংস্কৃতিক অঙ্গনের প্রতি মনযোগি করতে হবে। সন্তানরা যেন বেকারত্বের সুযোগে মাদকে আসক্ত না হয় সেদিকে পিতা মাতাদের দৃষ্টি রাখতে হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আমিন আল পারভেজ এর পরিচালনায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা, সিভিল সার্জন মাহবুবুর রহমান, কক্সবাজার পৌরসভার প্রধান নির্বাহী একেএম তারিকুল ইসলাম, কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি আবু তাহের চৌধুরী, চেম্বার অফ কমার্সের সভাপতি আবু মোরশেদ খোকা, কক্সবাজার সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ সোলাইমান, এল জিই ডি কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী আনিসুর রহমান।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহিদ ইকবাল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান, পিপি এডভোকেট ফরিদুল আলম, কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আনোয়ার হোসেন, দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. সরওয়ার আলম, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক হাসান মাসুদ, ত্রাণ পূর্ণবাসন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, জেলা জাসদ সভাপতি নইমুল হক চৌধুরী টুটুল, বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবদুল কাদের গনি, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা. পিন্টু কান্তি ভট্টাচার্য্য, জেলা শিক্ষা অফিসার নাসির উদ্দিন, জেলা খাদ্য নিয়ন্ত্রক রূপান্তর চাকমা, জেলা শিশু একাডেমির শিশু বিষয়ক কর্মকর্তা মো. আহসানুল হক, সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক এডভোকেট তাপস রক্ষিত ও প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সমিতির সভাপতি সিরাজুল ইসলাম সিদ্দিকীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
বাবু/জেএম