শুক্রবার ২৫ জুলাই ২০২৫ ১০ শ্রাবণ ১৪৩২
শুক্রবার ২৫ জুলাই ২০২৫
বড়াইগ্রামে অগ্নিকাণ্ডে তিনটি ঘর পুড়ে ছাই
মোতালেব হোসেন, নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২, ৮:০১ PM
বড়াইগ্রামে আকস্মিক অগ্নিকাণ্ডে ফোরকান সরকার নামে এক কৃষকের বাড়ির তিনটি ঘর সম্পূর্ণ পুড়ে গেছে। রোববার রাত ১০টার দিকে উপজেলার নিতাইনগর গ্রামে এ ঘটনা ঘটে।

এতে একটি গর্ভবতী গাভীসহ আরো পাঁচটি ছাগল দগ্ধ হয়ে মারা গেছে। এছাড়া আগুন নেভাতে গিয়ে দগ্ধ হওয়াসহ মোট পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে মোহন (২০) নামে এক যুবককে স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এতে কমপক্ষে পাঁচ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত পরিবারের।

তবে আগুনের সূত্রপাত সম্পর্কে সঠিকভাবে কিছু জানা যায়নি। খবর পেয়ে সোমবার বিকালে উপজেলা চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায়, রোববার রাতে বাড়ির সদস্যরা ঘুমিয়ে পড়লে আকস্মিকভাবে বাড়িতে আগুন লেগে দ্রুত রান্না ঘর ও গোয়ালঘরসহ পাশের বসত ঘরে ছড়িয়ে পড়ে।

এ সময় পরিবারের সদস্যদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে প্রায় পৌনে এক ঘন্টার প্রচেষ্টায় আগুন নেভান। তবে তার আগেই তিনটি ঘর ও ঘরে থাকা প্রায় ৪৫ মণ ধান, পাট ও রসুনসহ ছয়টি গরু-ছাগল পুড়ে যায়। 

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত