শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষ্যে নাটোরে মোমবাতি র্যালি ও আলোচনা সভা করেছে শতবর্ষী ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরী। সন্ধ্যায় শহরের শুকুলপট্টি এলাকায় লাইব্রেরী থেকে র্যালিটি শুরু হয়ে ছায়াবানী মোড় প্রদক্ষিণ করে শহরের মাদরাসা মোড়ের স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়।
এতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। এর আগে লাইব্রেরী মিলনায়তনে দিবসটির তাৎপর্য নিয়ে আলোচনা করেন বক্তারা। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাদিম সারোয়ার, অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলাম।
লাইব্রেরীর সহ-সভাপতি আব্দুল ওহাব, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আলী আশরাফ নতুন, সাবেক অধ্যক্ষ প্রফেসর অলোক মৈত্র, এ্যাডভোকেট খনেন্দ্র নাথ রায়, আবুল আসিফ মার্শাল, আশীষ নিয়োগী, আশিক রহমান টিটু প্রমুখ।
বাবু/জেএম