সোমবার ৭ জুলাই ২০২৫ ২৩ আষাঢ় ১৪৩২
সোমবার ৭ জুলাই ২০২৫
বগুড়ায় দুস্থদের মাঝে বকনা বাছুর বিতরণ
বগুড়া জেলা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২, ৮:২৩ PM
দক্ষিণ কোরিয়াস্থ গ্লোবাল ফ্যামিলি মুভমেন্ট সেন্টারের আর্থিক সহযোগিতায় গাবতলী উপজেলার জয়ভোগা দাখিল মাদ্রাসা মাঠে গরিব দুঃস্থদের মাঝে বকনা বাছুর বিতরণ এবং গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি প্রদান ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। 

এ উপলক্ষে আজ সোমবার বিকেলে জয়ভোগা মাদরাসা মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাবতলী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সমাজ সেবক আব্দুল মালেক সরকার।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়া পৌরসভার মেয়র আলহাজ্ব রেজাউল করিম বাদশা। আমন্ত্রিত অতিথির হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, দক্ষিণ কোরিয়াস্থ গ্লোবাল ফ্যামিলি মুভমেন্ট সেন্টারের চেয়ারম্যান ইউ সুং জু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সমগ্র অনুষ্ঠানের আয়োজক দক্ষিণ কোরিয়াস্থ গ্লোবাল ফ্যামিলি মুভমেন্ট সেন্টার বাংলাদেশের পরিচালক মাহবুবুর রহমান ছোটন, সমাজ সেবক ও সাবেক ছাত্রনেতা আব্দুস সালাম, বেসরকারী স্যাটেলাইট টেলিভিশন বাংলা ভিশন এর বগুড়া ব্যুরো প্রধান আব্দুর রহিম বগরা, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাংগঠনিক সম্পাদক মাহফুজ মন্ডল, জয়ভোগা হাফেজিয়া মাদরাসার সভাপতি আব্দুর রশিদ, জয়ভোগা দাখিল মাদরাসার সহ সুপার সামছুদ্দীন, সাংবাদিক আবু মুসা প্রমুখ।

অনুষ্ঠান শেষে অত্র এলাকার ১০ জন দুস্থ নারী পুরুষকে স্বাবলম্বী করে গড়ে তুলতে তাঁদের প্রত্যেককে একটি করে বকনা বাছুর প্রদান করা হয়। এ ছাড়াও বগুড়ার বিভিন্ন এলাকার শতাধিক গরীর ও মেধাবী শিক্ষার্থীদের এক কালীন উপবৃত্তির নগদ অর্থ ও শিক্ষা উপকরণ হিসেবে খাতা, কলম বিতরণ করা হয়। 

বাবু/জেএম

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত