শুক্রবার ১৫ আগস্ট ২০২৫ ৩১ শ্রাবণ ১৪৩২
শুক্রবার ১৫ আগস্ট ২০২৫
সিলেট ওসমানী হাসপাতালে নারীর লাশ, মিলছে না পরিচয়
সিলেট প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২, ৭:০৮ PM
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক অজ্ঞাত নারী মৃত্যুবরণ করেছেন। গত শুক্রবার সন্ধ্যায় তিনি মৃত্যুবরণ করেন। তাঁর লাশ বর্তমানে হাসপাতালটির হিমাগারে রয়েছে। সেই লাশের পরিচয় শনাক্তে গণমাধ্যমে বিজ্ঞপ্তি দিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। 

পুলিশ জানায়, গত ২৮ নভেম্বর কালাম নামের এক ব্যক্তি আনুমানিক ৫০ বছর বয়েসী অজ্ঞাত অসুস্থ এক মহিলাকে ওসমানী হাসপাতালে ভর্তি করে রেখে যান। এরপর সেই নারীর আর খোঁজ নেয়নি কেউ। ২৬ দিন ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। লাশটি বর্তমানে ওসমানী হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে।

এ বিষয়ে প্রয়োজনে সিলেট কোতোয়ালি থানার ডিউটি অফিসার (০১৩২০-০৬৭৫৭৩) অথবা এসআই মো. আজিজুল হকের (০১৭৫৯-৫৭৭৬০২) মোবাইল ফোন নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে পুলিশ।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত