চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় আড়াই কেজি স্বর্ণসহ জসিম উদ্দিন নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২৮ ডিসেম্বর) সকালে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সংস্থার সহায়তায় তাকে গ্রেপ্তার করেন কাস্টমস গোয়েন্দারা। জসিমের গ্রামের বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়ায়। তিনি সংযুক্ত আরব আমিরাত থেকে এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে চট্টগ্রামে আসেন।
বিমানবন্দর সূত্র জানায়, জসিম কিছু স্বর্ণ আগুনে গলিয়ে একটি কুকিং মেশিনের কয়েলে রূপান্তরিত করেন। এছাড়াও তিনি দুটি বার ও ১০০ গ্রাম ওজনের অলঙ্কার মিলিয়ে প্রায় আড়াই কেজি স্বর্ণ কৌশলে চট্টগ্রামে আনেন। জব্দ হওয়া এসব স্বর্ণের আনুমানিক বাজারমূল্য পৌনে দুই কোটি টাকা বলে জানান সংশ্লিষ্টরা।
শাহ আমানত বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার তাসনিম আহমেদ বলেন, সংযুক্ত আরব আমিরাত ফেরত এক যাত্রীর কাছ থেকে প্রায় আড়াই কেজি স্বর্ণ জব্দ করা হয়েছে। তাকে মামলা দায়ের করে নগরের পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।
বাবু/জেএম