শুক্রবার ৪ জুলাই ২০২৫ ২০ আষাঢ় ১৪৩২
শুক্রবার ৪ জুলাই ২০২৫
রানের স্তূপে চাপা টাইগাররা, হারের অপেক্ষা
স্পোর্টস রিপোর্ট
প্রকাশ: শুক্রবার, ৩ মার্চ, ২০২৩, ৭:১৭ PM
শুক্রবার ছুটির দিনে দর্শকের কমতি নেই মিরপুর শের-ই বাংলায়। লাল-সবুজ জার্সি কিংবা পতাকা নিয়ে প্রিয় দলকে বিরামহীন সমর্থন দিয়ে যান তারা। চার ছক্কা কিংবা প্রতিপক্ষের উইকেট শিকারে তারস্বরে রব ওঠে চারপাশ থেকে। 

তবে এই মুহূর্তে মিরপুরের গ্যালারিতে রাজ্যের নিরবতা ভর করেছে। জয়ের সাক্ষী হতে আশা দর্শকের চোখেমুখে একরাশ হতাশা। নিজেদের চেনা আঙিনায় কদিন আগেও ভারতের মতো কঠিন প্রতিপক্ষকে বধ করা গেছে। তবে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের মোকাবিলায় যেন নেতিয়ে পড়েছে টিম টাইগার্স। যার প্রভাব পড়েছে হোম অব ক্রিকেটের গ্যালারিতেও।

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে স্বল্প পুঁজিতে লড়াইটা চালাতে পারলেও সিরিজ বাঁচানোর ম্যাচে আজ তার ছিটেফোটাও দেখা যাচ্ছে না। ইংলিশদের দেওয়া ৩২৭ রানের বড় টার্গেট তাড়া করতে নেমে রানের স্তূপে চাপা পড়েছে স্বাগতিকরা। অবশ্য ব্যাটিংয়ে মড়ক শুরু হয়েছিল ইনিংসের গোড়াতেই। ১ রানে দুই উইকেট কিংবা ৯ রানের মাথায় ৩ উইকেট হারানোর পর সেখান থেকে ঘুরে দাঁড়াতে মিরাকল কিছুই করতে হতো বাংলাদেশকে। 

মাঝে অভিজ্ঞ দুই টাইগার ক্রিকেটার সাকিব ও তামিম মিলে ধ্বংসস্তূপে ফুল ফোটানোর চেষ্টা চালালেও দুজনই ফিরে গেছেন ক্রিজে থিতু হয়ে। বরাবরের মতো ব্যর্থ বাকিরাও। 

এই মুহূর্তে ক্রিজে রয়েছেন মেহেদী হাসান মিরাজ। তাকে সঙ্গ দিচ্ছেন টেলেএন্ডার তাসকিন আহমেদ। অনেক ম্যাচে দলকে একা টেনেছেন মিরাজ। এনে দিয়েছেন পরম আরাধ্য জয়ের উপলক্ষ্য। তবে আজ লক্ষ্যটা হাতের নাগালেরও বাইরে। বলও বেশি বাকি নেই। তবুও গ্যালারিতে বসা দর্শকরা অপেক্ষা করছেন আবারও কোনো মিরাকলের। 

বাবু/জেএম

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  হারের   অপেক্ষা  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত