শুক্রবার ১১ জুলাই ২০২৫ ২৭ আষাঢ় ১৪৩২
শুক্রবার ১১ জুলাই ২০২৫
হাসপাতালে বসুন্ধরা নারী দলের কোচ
স্পোর্টস রিপোর্ট
প্রকাশ: সোমবার, ৬ মার্চ, ২০২৩, ৫:৫৭ PM
সাবেক ফুটবলার ও বসুন্ধরা কিংস নারী দলের কোচ সৈয়দ গোলাম জিলানী সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন৷ আজ দুপুরে রাজধানীর রামপুরায় তিনি এই ঘটনার শিকার হন এবং বর্তমানে একটি হাসপাতালে তিনি চিকিৎসাধীন আছেন। 

তাঁর অস্ত্রোপাচারের প্রয়োজন রয়েছে। বসুন্ধরা কিংস জিলানীর সার্বক্ষণিক খোঁজ রাখছে। ক্লাব সূত্রে জানা গেছে, জিলানী নিজের মোটরসাইকেল দিয়ে ক্লাবের দিকেই যাচ্ছিলেন৷ 

বসুন্ধরা কিংস এবার সাবিনার অধিনায়কত্বে ও সৈয়দ গোলাম জিলানীর কোচিংয়ে নারী লিগে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হয়েছে। সৈয়দ গোলাম জিলানী গত মৌসুমে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির কোচ ছিলেন৷ এরপর বসুন্ধরা নারী দলের দায়িত্ব নেন।

জিলানী ঘরোয়া ফুটবলে পরিচিত নাম। নব্বইয়ের দশকে আরামবাগ, ভিক্টোরিয়াতে খেলেছেন। এরপর কোচিংয়ে আসেন। দীর্ঘদিন ফেডারেশনে গ্রাসরুট কোচ হিসেবে ছিলেন। জাতীয় দলের সহকারী কোচ হিসেবেও দুই দফায় দায়িত্ব পালন করেছেন। ২০০৯ সালে ঢাকা আবাহনীকে প্রিমিয়ার লিগের ইতিহাসে প্রথম ম্যাচেই হারের তেতো স্বাদ দিয়েছিল জিলানীর রহমতগঞ্জই।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:   বসুন্ধরা   নারী   দলের   কোচ  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত