বুধবার ৯ জুলাই ২০২৫ ২৫ আষাঢ় ১৪৩২
বুধবার ৯ জুলাই ২০২৫
পাঁচ ফেডারেশনকে পূর্বাচলে জায়গা দেবে বিসিবি
স্পোর্টস রিপোর্ট
প্রকাশ: শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩, ১০:০৫ PM
রাজধানীর পূর্বাচলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে নতুন আন্তর্জাতিক স্টেডিয়াম তৈরি করছে বিসিবি। আগামী মাস থেকে মাঠের আউটফিল্ডের কাজ শুরুর কথা জানিয়েছেন বোর্ডের মাঠ বিষয়ক কমিটির চেয়ারম্যান মাহবুব আনাম। পাশাপাশি এই স্টেডিয়ামের সঙ্গে ৫টি ফেডারেশনের জন্যও আলাদা স্থাপনা তৈরি করবেন তারা।

শনিবার পূর্বাচলে স্টেডিয়াম নির্মাণের অগ্রগতি পর্যবেক্ষণে যান বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহবুব আনাম। সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, পূর্বাচলের ওই স্টেডিয়ামে মাঠের বাইরে থাকবে অনেক কিছু। জাতীয় ক্রীড়া পরিষদের অনুরোধে পাঁচটি ফেডারেশনকেও জায়গা দেবে বিসিবি।

এসব নিয়ে মাহবুব আনাম সাংবাদিকদের বলেন, 'এখানে শুধু মাঠ না। একাডেমি ভবন হচ্ছে, বিসিবির নিজস্ব ভবন হচ্ছে, একটা হোটেলের জায়গা ড্রয়িং করা অবস্থায় থাকবে কিন্তু ওটা আমরা পর্যায়ক্রমে পরে কনস্ট্রাকশনে যাবো। এছাড়া ক্রিকেটার্স ক্লাব, একটা অতিরিক্ত মাঠ ও একাডেমি এসবের বাইরেও আমরা পাঁচটি ফেডারেশনকে এখানে স্থাপনা দিচ্ছি। এনএসসি আমাদের অনুরোধ করেছে তাদেরকে এখানে সংকুলান করা যায় কি না।'

কোন পাঁচটি ফেডারেশনের জায়গা হবে এমন প্রশ্নে তিনি বলেন, 'উনারা (এনএসসি) একটা তালিকা দিয়েছে। সেই তালিকা অনুযায়ী আমরা নতুন করে জায়গা বরাদ্দ করেছি। সে অনুযায়ী ড্রয়িংও করা হয়েছে। তাদের ঢোকা ও বের হওয়ার জায়গাও আমরা আলাদাভাবে করে দিচ্ছি। যাতে কারও কাজের কোনো বিঘ্ন না ঘটে।'


বাবু/মম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত