সোমবার ১৪ জুলাই ২০২৫ ৩০ আষাঢ় ১৪৩২
সোমবার ১৪ জুলাই ২০২৫
মঠবাড়িয়ায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক হত্যাকান্ডের প্রধান আসামী গ্রেপ্তার
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৫ জানুয়ারি, ২০২৪, ৭:০১ PM
জ‌মিজমা সক্রান্ত বি‌রো‌ধে কুপিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত প্রধান আসামী মো. সিরাজুল ফরাজী (৪৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শুক্রবার সকালে সিরাজুল পালিয়ে ঢাকা যাওয়ার প‌থে পি‌রোজপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

এ হত্যাকান্ডের ঘটনায় বুধবার রাতে নিহত জাহাঙ্গীর এর স্ত্রী বুলু বেগম বাদী হয়ে প্রথমে কুপিয়ে হত্যার চেষ্টা মর্মে থানায় লিখত একটি অভিযোগ করেছিলেন। ওই মামলায় সাতজন ও অজ্ঞাত নামা আরও ৪/৫ জনকে আসামী করা হয়। তবে বৃহস্পতিবার আহত জাহাঙ্গীর পঞ্চাইতকে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে সে মারা যায়। পরে স্ত্রীর দায়ের করা মামলাটি হত্যা মামলায় রূপান্তর হয় বলে পুলিশ নিশ্চিত করে। 

গ্রেপ্তারকৃত সিরাজুল ফরাজী মিরুখালী ইউনিয়নের বাদুরা গ্রামের মো. বশির ফরাজীর ছেলে। 

এদিকে নিহত জাহাঙ্গীর এর লাশের ময়নাতদন্ত ঢাকায় শেষে পুলিশ পরিবারের কাছে হস্তান্তর করেছে। শুক্রবার সকালে উপজেলার বাদুরা স্কুল মাঠে তার নামাজে 
জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এ ঘটনায় নিহত জাহাঙ্গীরের বোন জোসনা বেগম অভিযোগ করেন, নির্বাচনে ঈগল প্রতীকের সমর্থকরা নির্বাচনী বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে হত্যা করেছে।
ঈগল প্রতীকের নির্বাচনী কমিটির সদস্য সচিব উপজেলা আ’লীগ সভাপতি আজিজুল হক সেলিম মাতুব্বর বলেন, বিষয়টি জমি সংক্রান্ত পূর্বের বিরোরে জের। নির্বাচনের সাথে এর কোন সম্পর্ক নেই। 

পিরোজপুর জেলা পুলিশ সুপার মুহাম্মদ শরিফুল ইসলাম (পিপিএিম) আসামী গ্রেপ্তা‌রের বিষয়‌টি নি‌শ্চিত ক‌রেন।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত