রবিবার ৬ জুলাই ২০২৫ ২২ আষাঢ় ১৪৩২
রবিবার ৬ জুলাই ২০২৫
সোনাগাজীতে ভোটকেন্দ্রে অগ্নিকাণ্ডের সাথে জড়িত স্কুল পিয়ন গ্রেপ্তার
সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৬ জানুয়ারি, ২০২৪, ১:১৩ PM আপডেট: ০৬.০১.২০২৪ ৪:২৩ PM
সোনাগাজী চরদরবেশ ইউনিয়নের চরসাহাভীকারি উচ্চ বিদ্যালয় অগ্নি কান্ডের সাথে জড়িত পিয়ন আবু বক্কর গ্রেপ্তার করেছে পুলিশ। 

এ বিষয়ে প্রেস ব্রিফিং এ ফেনী জেলা পুলিশ সুপার জাকির হাসান জানান, চর সাহাভিকারী উচ্চ বিদ্যালয়ের পিয়ন আবু বক্কর সিদ্দিক গতকাল ০৪ জানুয়ারি বিকাল ০৫ টার সময় ১ লিটার পেট্রোল এনে শিক্ষক মিলনায়তন কক্ষে রাখে। পরদিন ভোরবেলা অর্থাৎ ৫ জানুয়ারি সকাল অনুমান সাড়ে ৫ টার সময় সে স্কুলে এসে আগে থেকে জমা করে রাখা বই এবং আলমারি খুলে পেট্রোল ছিটিয়ে রুম থেকে বের হয়ে বাহির এসে জানালার বাহিরে থেকে জানালার কাঁচ ফাঁক করে দিয়াশলাই দিয়ে কক্ষে আগুন লাগিয়ে দেয়। এরপর সে দ্রুত তাহার বাড়ীতে চলে যায়। অফিস সহকারী আব্দুর রহমান আজাদ মর্নিং ওয়ার্ক করতে করতে স্কুলে আসে পেন্ডিং কাজ করার জন্য। এসে দেখে স্কুলে আগুন জ্বলতেছে। তখন সে পিয়ন আবু বক্কর সিদ্দিক'কে ফোন করে জানায় স্কুলে আগুন লেগেছে।

বিদ্যালয়ের অডিট সংক্রান্তে বিষয় এবং প্রধান শিক্ষক (জয়নাল আবেদীন'কে) স্কুলে যোগদান করানো সংক্রান্ত বিষয় নিয়া ম্যানেজিং কমিটি এবং প্রধান শিক্ষক জয়নাল আবেদীন এর মধ্যে দ্বন্দ নিয়া গুরুত্বপূর্ণ কাগজপত্র আগুন লাগিয়ে নষ্ট করার জন্য ঘটনার তারিখ সময়ে আগুন লাগানো হয়।

উল্লেখ্য! সোনাগাজী উপজেলার একটি ভোটকেন্দ্রে পেট্রোল দিয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (৫ জানুয়ারি) সকাল ৭টার দিকে চর সাহাভিকারী উচ্চ বিদ্যালয়ের একটি ভবনে আগুন দেয়া হয়। আগুনে বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনের আসবাবপত্রসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে যায়। তবে আগুন লাগার আধঘণ্টার মধ্যেই ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত