সোমবার ৭ জুলাই ২০২৫ ২৩ আষাঢ় ১৪৩২
সোমবার ৭ জুলাই ২০২৫
গভীর রাতে তবলছড়িতে ধান ও হলুদ ভাঙ্গার মিলে অগ্নিকান্ড, কারণ নিয়ে ধোঁয়াশা
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৬ জানুয়ারি, ২০২৪, ১:২৪ PM
খাগড়াছড়ির তবলছড়িতে গভীর রাতে ধান ও হলুদ ভাঙ্গার মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

এ অগ্নিকাণ্ডের সূত্রপাত নিয়ে সন্দেহ পোষণ করেছেন ক্ষতিগ্রস্ত মিল মালিক মো: ওসমান গনী। 

শুক্রবার(৫ জানুয়ারী) রাত আনুমানিক ১টার দিকে তবলছড়ির পানছড়ি চৌমুহনী নামক এলাকায় এ ঘটনা ঘটে। 
রাতেই মেল মালিক ওসমান গনী তবলছড়ি পুলিশ তদন্ত কেন্দ্রে অগ্নিকান্ডের বিষয়ে অবগত করলে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছে।

সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন, তবলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর মোহাম্মদ, শহিদুল ইসলাম মেম্বার, সাবেক মেম্বার বকুল।

প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, ধান ও হলুদ ভাঙ্গার মেইলটি মূল সড়কের পাশে হওয়ায় দ্রুত লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ফলে মিল ঘরটি বড় ধরণের ক্ষতি হতে রেহাই পায়। মিল মালিক ওসমান গনীকে তার বাসায় গিয়ে খবর দিলে তিনি তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে সকলের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

মিল মালিক ওসমান গনী বলেন,  পেট্রোল-ডিজেল দিয়ে জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে আমি মনে করি। বৈদ্যূতিক সর্ট সার্কিটে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটেনি। দূস্কৃতিকারীরা মিল ঘরের ভেতরে সহজেই প্রবেশ করে রাইস মিলের ফিতা কেটে পেট্রোল ঢেলে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটিয়েছে। ঘটনাস্থলে দুইটি পেট্রোল বহনকারী বোতল পাওয়া গেছে। এব্যাপারে তিনি আইনের আশ্রয় নিবেন বলেও জানিয়েছেন।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত