আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সোনাগাজী মডেল থানার আয়োজনে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ জানুয়ারি) সকাল ১১টার দিকে সোনাগাজী মডেল থানা মাঠে পুলিশ সদস্যদের নিয়ে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।
নির্বাচন ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যদের ব্রিফ করেন, সহকারী পুলিশ সুপার (সোনাগাজী-দাগনভূঞা সার্কেল অফিসার) তাসলিম হুসাইন ও সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ সুদ্বীপ রায়। এসময় তারা পুলিশদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
ব্রিফ কালে নির্বাচন ডিউটিতে সকলের দায়িত্ব ও কর্তব্য পেশাদারিত্বের সাথে পালনের নির্দেশনা প্রদান করেন। নির্বাচন ডিউটিতে দায়িত্ব পালনকারী অফিসার ও ফোর্সদের করণীয় বর্জনীয় বিষয়গুলো তুলে ধরেন। সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ ভোট গ্রহণের ক্ষেত্রে প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন।