বুধবার ৯ অক্টোবর ২০২৪ ২৪ আশ্বিন ১৪৩১
বুধবার ৯ অক্টোবর ২০২৪
এবার ভারতের বিপক্ষে লড়াই নিয়ে মুখ খুললেন মিরাজ (ভিডিও)
বুলেটিন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪, ১:৫৮ PM আপডেট: ১০.০৯.২০২৪ ৩:৫৮ PM
পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে দুর্দান্ত খেলেছে বাংলাদেশ। ১৫ বছর আগে ওয়েস্ট ইন্ডিজকে ২-০ ব্যবধানে হারানোর পর এবারই প্রথম কোনো প্রতিষ্ঠিত দলকে দুই ম্যাচের টেস্ট সিরিজে ধবলধোলাই করলো বাংলাদেশ। শুধু তাই নয়, এবার দলগত ও ব্যক্তিগত পারফরম্যান্সও ছিল দারুণ।

এই সিরিজে মেহেদী হাসান মিরাজের অলরাউন্ড পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। ব্যাট ও বল হাতে সমভাবে নিজেকে মেলে ধরেছেন এ স্পিন অলরাউন্ডার।

মিরাজ প্রথম টেস্টে ৭৭ রানের সঙ্গে নেন ৫ উইকেট (১/৮০ ও ৪/২১)। দ্বিতীয় টেস্টে ৭৮ রানের সঙ্গেও ৫ উইকেট দখলে নেন তিনি। দুই টেস্ট মিলিয়ে ১৫৫ রান ও ১০ উইকেট নিয়ে সিরিজসেরা হন ডানহাতি অলরাউন্ডার।


মনে রাখার মতো অলরাউন্ড পারফর্ম করার পরও মিরাজ হাওয়ায় ভাসতে নারাজ। তিনি জানেন, ভারতের সঙ্গে সিরিজ সহজ হবে না। রোহিত শর্মার দলের সঙ্গে টেস্ট সিরিজটি হবে বেশ কঠিন ও চ্যালেঞ্জিং। তিনি মানছেন, এই সফরে বাংলাদেশকে পাড়ি দিতে হবে দীর্ঘ পথ।

শেরে বাংলায় গণমাধ্যমের সামনে মিরাজের কথায় শোনা গেছে আত্মবিশ্বাসের সুর। পাকিস্তানের মাটিতে দারুণ খেলেছে দল। এখন আশা ভারতের মাটিতেও ভালো খেলা। তবে সে ভালো খেলাটা সহজ হবে না। কারণ, দল হিসেবে ভারত অনেক সমৃদ্ধ ও শক্তিশালী। কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে বাংলাদেশকে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক আউয়াল সেন্টার (লেভেল ১২), ৩৪ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত