ভারতে মহানবী (স.) কে নিয়ে কটূক্তি করার প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী ও পাশ্ববর্তী বিভিন্ন এলাকার সর্বস্তরের মানুষের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (০৪ অক্টোবর) বিকেল সাড়ে ৩ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। এরআগে পাশ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে প্রধান ফটকের সামনে আসেন তারা। বিক্ষোভ মিছিলটি পাশ্ববর্তী শেখপাড়া বাজারে গিয়ে এক সমাবেশে মাধ্যমে শেষ হয়।
এসময় তারা নারায়ে তাকবির আল্লাহু আকবর, বিশ্বনবীর অপমান সইবে নারে মুসলমান, ফাঁসি ফাঁসি ফাঁসি চাই রামগিরির ফাঁসি চাই, পুরোহিতের দুই গালে জুতা মারো তালে তালে। ইত্যাদি স্লোগান দেন।