<
শনিবার ২৭ জুলাই ২০২৪ ১২ শ্রাবণ ১৪৩১
শনিবার ২৭ জুলাই ২০২৪
চট্টগ্রামে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ৬ নভেম্বর, ২০২২, ৭:৩০ PM
চট্টগ্রামে ডেঙ্গুর প্রকোপ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সর্বশেষ রবিবার চট্টগ্রামে নতুন করে ৫২ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া একজন শিশুর মৃত্যু হয়। সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৫২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। 

তাদের মধ্যে বেসরকারি হাসপাতালে ২১ এবং সরকারি হাসপাতালে ৩১ জন চিকিৎসা নিচ্ছেন। এছাড়া ডেঙ্গু আক্রান্ত হয়ে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বর্ণ চৌধুরী নামে ১১ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. ইলিয়াছ চৌধুরী বলেন, ডেঙ্গুর প্রকোপ কমছে না। তাই এ ব্যাপারে চিকিৎসার সঙ্গে সঙ্গে প্রতিরোধ ব্যবস্থাও গড়ে তুলতে হবে। ডেঙ্গু থেকে বাঁচতে আমাদের নিজেদের মধ্যে সচেতনতা বৃদ্ধি ডেঙ্গু প্রতিরোধে চসিকসহ অন্যান্য সংস্থাগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।

জানা যায়, চট্টগ্রামে চলতি বছর ডেঙ্গু রোগে মোট আক্রান্ত হয় ৩ হাজার ৬৫ জন। এর মধ্যে শুধু অক্টোবর মাসেই ডেঙ্গু রোগে আক্রান্ত হন ১ হাজার ৮৬১ জন। ইতিমধ্যে মারা গেছেন ১৮ জনের। আর আক্রান্তদের মধ্যে ২ হাজার ২৬০ জন নগরের এবং ৮০৫ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। তাদের মধ্যে পুরুষ ১ হাজার ৫৩৮ জন, নারী ৭৮৬ জন ও শিশু ৭৪১ জন।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সাউথ বেঙ্গল গ্রুপ কর্তৃক প্রকাশিত
সম্পাদক ও প্রকাশক : মো. আশরাফ আলী
ভারপ্রাপ্ত সম্পাদক : রফিকুল ইসলাম রতন
আউয়াল সেন্টার (লেভেল ১২), ৩৪ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত