শুক্রবার ১১ জুলাই ২০২৫ ২৭ আষাঢ় ১৪৩২
শুক্রবার ১১ জুলাই ২০২৫
আড়াই মাস পর খুললো বিএনপির কেন্দ্রীয় কার্যালয়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জানুয়ারি, ২০২৪, ১২:৪৮ PM
দীর্ঘ আড়াই মাস তালাবদ্ধ থাকার পর রাজধানীর নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয় খুললো। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর নেতৃত্বে কার্যালয়ে প্রবেশ করেন নেতা-কর্মীরা।

এ সময় রিজভী বলেন, বিএনপি গণতন্ত্রের জন্য আন্দোলন করেছে। আমরা গণতন্ত্রের পক্ষে ছিলাম, জনগণের পক্ষে ছিলাম, জনগণের পক্ষেই আছি। জনগণের দাবির প্রতিধ্বনি করেছি আমরা।

জানা গেছে, আজ বিকাল ৩টায় নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে ৭ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচন নিয়ে সংবাদ সম্মেলন করবে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান এতে বক্তব্য দেবেন। এছাড়া সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও বেগম সেলিমা রহমান উপস্থিত থাকবেন।

একদফা আন্দোলনের অংশ হিসেবে গত ২৮ অক্টোবর ঢাকার নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশের ডাক দেয় বিএনপি। কিন্তু পুলিশের সঙ্গে সংঘর্ষে মহাসমাবেশ পণ্ড হয়ে যায়। এরপর পুলিশ কার্যালয়টি ঘিরে রেখে তালাবদ্ধ করে দেয়। সেই থেকে তালাবদ্ধ কার্যালয়টি।

সে সময় পুলিশ বলেছে, কার্যালয় খুলতে কোনো বাধা নেই। যদিও বিএনপির অভিযোগ কার্যালয়ের সামনে কোনো নেতা-কর্মী গেলেই পুলিশ তাদের আটক করে। নির্বাচনের পর ধরপাকড় কমে আসায় দলটি আজ কার্যালয়ে যাবে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত