ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় নিখোঁজের তিন দিন পর তিতাস নদী থেকে মোঃ রহমত আলী (৭০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৭ জানুয়ারি) সাড়ে ১১টার দিকে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর লিজা ব্রিকফিল্ড সংলগ্ন তিতাস নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রহমত আলী উপজেলার নোয়াগাও ইউনিয়নের আইরুল গ্রামের মৃত জুহুর আলীর পুত্র।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম ঘটনার সততা নিশ্চিত করে জানান, রহমত আলী বাংলাদেশ ব্যাংকের কেয়ারটেকার পদ থেকে অবসর গ্রহণ করেছেন। তার ছেলেও একই পদে চট্রগ্রামে চাকুরী করেন। তিনি চট্রগ্রামে ছেলের কাছে থাকতেন। সম্প্রতি তিনি উপজেলার দেওড়া গ্রামে তার মেয়ের বাড়িতে বেড়াতে আসেন। গত ১৪ জানুয়ারি সন্ধ্যায় রহমত আলী মসজিদে নামাজে গিয়ে আর বাড়ি ফেরেননি। এই ঘটনায় তার মেয়ে একটি সাধারণ ডায়েরি করেছিলেন। বুধবার তার মরদেহ পাওয়া ফেছে। ।
তিনি আরও জানান, মরদেহের শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। ইতিপূর্বে তিনি তিনবার ষ্ট্রোক করে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন। মরদেহটি ময়নাতদন্তের জন্যে পাঠানো হচ্ছে।