চাঁপাইনবাবগঞ্জে শুরু হয়েছে ৫২তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪।
জেলা শিক্ষা অফিসের উদ্যোগে মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকাল ১০টায় জেলা শহরের পুরাতুন স্টেডিয়ামে পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক স্কুল, মাদরাসাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া চর্চা বাড়ানোর প্রতি গুরুত্বারোপ করেন এবং এই ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতা করার মতো যোগ্য খেলোয়াড় তৈরী হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আনিছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. রুহুল আমিন, সদর উপজেলা পরিষদের নির্বাহী অফিসার মোছা. তাছমিনা খাতুন ও জেলা শিক্ষা অফিসার মোহা. আব্দুর রশিদ। এসময় আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহা. আমিরুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জয়নুল আবেদিন, কালেক্টরেট গ্রিন ভিউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা আহমদ, লক্ষীপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আশরাফুল ইসলাম প্রমুখ।
জেলা পর্যায়ের পাঁচ উপজেলার স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলো প্রতিযোগিতায় এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।
আগামী বৃহস্পতিবার (২৫ জানুয়ারী) বিজয়ীদের পুরস্কার বিতরণের মাধ্যমে এই প্রতিযোগিতা শেষ হবে।