রবিবার ১৩ জুলাই ২০২৫ ২৯ আষাঢ় ১৪৩২
রবিবার ১৩ জুলাই ২০২৫
পূর্বধলায় বিভিন্ন দপ্তর ও উন্নয়ন প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি, ২০২৪, ৪:২৫ PM
নেত্রকোণার পূর্বধলায় জেলা প্রশাসক শাহেদ পারভেজ সরকারি সফরের অংশ হিসেবে দিনব্যাপী বিভিন্ন দপ্তর ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন। 

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) জানুয়ারি মাসের নির্ধারিত আংশিক সফরসূচী অনুযায়ী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পরিদর্শন, পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ অনুষ্ঠানে অংশগ্রহণ, সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা, উপজেলা ও পূর্বধলা ইউপি ভূমি অফিস পরিদর্শন ও ইনোভেশন কার্যক্রম দর্শন, আশ্রয়ণ প্রকল্প দর্শন, পূর্বধলা সদর ইউপি ও ডিজিটাল সেন্টার ও পূর্বধলা থানা পরিদর্শন করেন। 

এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ খবিরুল আহসান’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শাহেদ পারভেজ। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন, সহকারী কমিশনার (ভূমি) নাজনীন আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহমদ রাজ্জাক সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন সুলতানা সুমি আকন্দ, পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার মোহাম্মদ আইয়ুব আলী ও মোঃ নিজাম উদ্দিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক শাহেদ পারভেজ বলেন, মুক্তিযোদ্ধাগণ যে দপ্তরে যাবেন সবার আগে সেই সেবাটা দিবেন। মুক্তিযোদ্ধাগণ হলেন জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের আত্মত্যাগের বিনিময়ে দেশটা স্বাধীন হয়েছিল বলেই আজ আমরা কোট টাই পড়তে সরকারি কার্য পরিচালনার দায়িত্ব পালন করছি। এছাড়াও তিনি সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। 



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত