সোমবার ১৪ জুলাই ২০২৫ ৩০ আষাঢ় ১৪৩২
সোমবার ১৪ জুলাই ২০২৫
ফেরি ডুবি
নিহত সহকারী মাস্টারের পরিবারকে পিরোজপুর পুলিশ সুপারের সহায়তা প্রদান
ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৬ জানুয়ারি, ২০২৪, ৭:০৮ PM
পিরোজপুর পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম (পিপিএম) শুক্রবার বিকেলে ফেরি ডুবিতে নিহত সহকারী মাস্টার হুমায়ুন কবিরের গ্রামের বাড়ী ভাণ্ডারিয়া উপজেলা মাটিভাংগা গ্রামে যান এবং শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানান এবং তার স্ত্রীর হাতে জেলা পুলিশের পক্ষ থেকে নগদ ২৫ হাজার টাকা এবং খাদ্য সামগ্রী তুলে দেন। 

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর রহমান, মো. মুকিত হাসান খান, পিরোজপুর সদর থানা ওসি মুহাম্মাদ আশিকুজ্জামান, ভাণ্ডারিয়া থানার ওসি আবির মুহাম্মদ হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার বলেন নিহত হুমায়ুন কবির এর ছেলে মেয়ে পড়া লেখার জন্য যথাসাধ্য চেষ্টা করব। পুলিশের পক্ষ থেকে তাদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া হয়েছে, ভবিষ্যতেও দেব।

গত ১৭ জানুয়ারি বুধবার সকালে পাটুরিয়া ঘাটের অদূরে রজনীগন্ধা নামের ফেরিটি ডুবে গিয়ে ফেরির সহকারী ইঞ্জিন মাষ্টার ছিল হুমায়ুন কবির মারা যান। ফেরি ডুবির ৫ দিন পর ২২ জানুয়ারি বিকেলে হুমায়ুন কবিরের অর্ধ গলিত মরদেহ উদ্ধার করে পরদিন তার গ্রামের বাড়ী ভাণ্ডারিয়া উপজেলার মাটিভাঙ্গা গ্রামে দাফন করা হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত