পুলিশের চোখ ফাঁকি দিতে গাঁজা পরিবহনে ব্যবহার করা হচ্ছে নারীকে। নীলফামারীর সৈয়দপুরের গ্রামে শুক্রবার দুপুরে (২ ফেব্রুয়ারি) ৭৫ পুরিয়া গাঁজাসহ সেলিনা বেগম (৪৬) ও লাইলি বেগম (৬০) কে ২শ' ৫০ গ্রাম গাঁজাসহ দুই নারীকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, ওই নারীরা গাঁজা বিক্রির উদ্দেশ্যে উপজেলার বোতলাগাড়ি ইউনিয়নে বিক্রি করে আসছিলেন। ওই ইউনিয়নের সাধুরবাড়ি হতে সেলিনা বেগমকে আটক করা হয়। তার হাতে থাকা কালো ব্যাগ থেকে বিশেষ কায়দায় রাখা ৭৫ পুরিয়া গাঁজা ও গাঁজা বিক্রির ১ হাজার ৯শ' টাকা উদ্ধার করা হয়। অপরদিকে একই এলাকা থেকে লাইলি বেগম নামে এক নারীকে আটক করা হয়। তার কাছ থেকে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। যার মূল্য ৮ হাজার ৫শ' টাকা।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম সত্যতা নিশ্চিত করে জানান, সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কল্লোল কুমার দত্তের দিকনির্দেশনায় ও পরামর্শে নারী গাঁজা বিক্রেতাদের আটক করা হয়। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।