শুক্রবার ১১ জুলাই ২০২৫ ২৭ আষাঢ় ১৪৩২
শুক্রবার ১১ জুলাই ২০২৫
টঙ্গীতে বসত বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৪, ৩:১১ PM আপডেট: ০৭.০২.২০২৪ ৪:৩৮ PM
গাজীপুরের টঙ্গীতে দুর্র্ধষ ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার গভীর রাতে ( রাত ৩ টা) টঙ্গী পশ্চিম থানাধীন মুদাফার পশ্চিম পাড়া এলাকার ব্যবসায়ী সেলিমের বাড়িতে এঘটনা ঘটে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন টঙ্গী পশ্চিম থাকা অফিসার ইনচার্জ ও গাজীপুর মহানগর পুলিশের ক্রাইম সিন ইউনিট।

সেলিমের শ্যালক মালেশিয়া প্রবাসী তপু জানান, মঙ্গলবার রাত আনুমানিক ৩টায় ১০/১২ জনের ডাকাত দল বাড়ির বেলকনীর গ্রীল কেটে ও দরজার লক ভেঙে বাড়িতে প্রবেশ করে। আমার ও মালয়েশিয়া থেকে বেড়াতে আসা আমার স্ত্রীর মাথায় পিস্তল ঠেকিয়ে বাসার আসবাপত্র তছনছ করে। এসময় নগদ ১০-১১ লক্ষ টাকা ও প্রায় ১৫ ভরী স্বর্ণালংকার লুট করে নেয়। ডাকাত দল আমার রুমে প্রবেশ করে আমার চোখ বেঁধে ফেলে ও আমার স্ত্রীকে স্বর্ণালংকারের কথা জিজ্ঞেস করে। আমার স্ত্রী বাংলা বোঝে না বললে, তাদের এক সদস্য আমার স্ত্রী হেমাকে ইংরেজীতে জিজ্ঞেস করে ‘হয়ার আর ইউ ফর্ম’।

তপু আরও জানান, গত মাসে আমার স্ত্রী হেমা ও তার পরিবারের লোকজন বাংলাদেশে আসে। পরে এখানেই ধুমধাম করে আমাদের বিয়ের অনুষ্ঠান করি। যেহেতু প্রেমের টানে আমার স্ত্রী বাংলাদেশে আসে সবাই জানে আমাদের বিয়ের বিষয়।

বাড়ির মালিক মেলিম জানান, গভীর রাতে বাড়িতে গ্রিল কেটে প্রবেশ করে, ঘরের একেক সদস্যকে নিয়ে অন্য জনের রুমে প্রবেশ করে। ফলে, আমার কেউ বুঝতে পারিনি ডাকাত দল আমাদের বাড়িতে প্রবেশ করেছে। এভাবে ঘরের প্রত্যেক রুমেই তারা প্রবেশ করে তান্ডব চলায়। ডাকাত দলের সর্দারকে অপর সদস্যরা মাষ্টার বলে ডাকে। আমাদের সবকিছু লুট করে নিয়ে শেষে সবাইকে লাইন ধরে দাড় করায় ডাকাত দলের সর্দার। পরে নিজেদের লোকদের সবার শরীর সার্চ করে। পরে ঘরের ফ্রীজে থাকা খাবার ও মিষ্টি খেয়ে যায়। শেষে বাড়ির মেইন গেটের চাবি চেয়ে সবাই চলে যায়। আমাদের সবার মোবাইল ফোন নিয়ে বাড়ির বিভিন্ন জায়গায় রেখে দেয়। পরে ছাড়া পেয়ে আমরা সেগুলো উদ্ধার করি। বর্তমানে আমরা সবাই আতংকিত অবস্থায় আছি।

 টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ শাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভোর রাতের দিকে ডাকাতির ঘটনা ঘটেছে। ভুক্তভোগীরা এখনো লিখিত অভিযোগ করেন নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত