ময়মনসিংহ নগরীর রহমতপুর বাইপাস এলাকায় র্যাব-১৪’র একটি টিম গোপনসংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪৫কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
শনিবার রাতে গ্রেপ্তারের পর রবিবার গ্রেপ্তারকৃতদের আদালতেরমাধ্যমে জেলে পাঠানো হয়।র্যাব-১৪’র কার্যালয় থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়,ময়মনসিংহের র্যাব-১৪ এর অপারেশনস্ধসঢ়; অফিসার উপ-পরিচালক মোঃ আনোয়ারহোসেনের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে নগরীর রহমতপুরবাইপাস এলাকায় ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে পাকা রাস্তার উপরচেকপোস্ট বসিয়ে চলাচলরত জামালপুর অভিমুখী রাজীব পরিবহনের একটি বাসেরযাত্রীদের তল্লাশী করা করে।
তল্লাশীকালে যাত্রীবেশে বাসের ভিতরে থাকামোঃ উনুমিয়া (৫২), মোঃ ইয়ার হোসেন (২৪), মোঃ মনির হোসেন (৩৮) ও মোঃ রিফাত(২১)কে সন্দেহজনক মনে হওয়ায় জিজ্ঞাসাবাদ করে।জিজ্ঞাসাবাদের একপর্যায়ে,তারা বাসের বক্সের ভিতরে মাদকদ্রব্য গাঁজা রাখার কথা স্বীকার করে।
এ সময়, উপস্থিতসাক্ষীদের উপস্থিতিতে বাসের বক্সের ভিতর সাদা প্লাস্টিকের বস্তায় স্বচ্ছ পলিথিনপ্যাকেটের মধ্যে বিভিন্ন রংয়ের প্রিন্টের কাপড় দিয়ে মোড়ানো ৫০০ গ্রাম করে৯০টি প্যাকেটে মোট ৪৫ কেজি মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃতগাঁজারর আনুমানিক বাজার মূল্য ৪ লাখ ৫০ হাজার টাকা বলে র্যাব জানায়। এসময়তাদের কাছ থেকে ২টি এন্ড্রোয়েড মোবাইল ফোন, ৩টি বাটন মোবাইল ফোনজব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত চারজনেরই বাড়ি ব্রাহ্মণবাড়িয়াজেলারবিজয়নগরউপজেলার কাশিননগর গ্রামে। গ্রেপ্তারকৃতরা মাদককারবানী চক্রের সদস্য ওদীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে বলে র্যাবেরপ্রাথমিকজিজ্ঞাসাবাদে জানায়। গ্রেপ্তারকৃতদের রবিবার আদালতের মাধ্যমে জেলে পাঠানোহয়েছে বলে থানা পুলিশ জানিয়েছে।