শনিবার ৫ জুলাই ২০২৫ ২১ আষাঢ় ১৪৩২
শনিবার ৫ জুলাই ২০২৫
নন্দীগ্রামে নগদ টাকাসহ মোবাইল চুরি
নন্দীগ্রাম(বগুড়া)প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৪, ৩:২১ PM
বগুড়ার নন্দীগ্রামে দিনের বেলায় মোবাইল দোকানের তালা কেটে চুরি সংঘটিত হয়েছে। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে নন্দীগ্রামের জনতা মার্কেটে মা মোবাইল প্যালেসে এই চুরির ঘটনা ঘটে। 

সংঘবদ্ধ চোরেরা কৌশলে দোকানের তালা কেটে  আড়াই লক্ষ টাকার ক্যাশ ও অপ্পো, ভিভো, রিয়েলমি, টেকনো, স্যামসাং, নোকিয়া, ইনফিনিক্স, রেডমি সহ বিভিন্ন কোম্পানির প্রায় ১৪ লক্ষ টাকার মূল্যের মোবাইল চুরি করে নিয়ে গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে দিনের বেলায় শহরের প্রাণকেন্দ্রে এ ধরণের চুরি দোকান ব্যবসায়ীদের মাঝে আতংক সৃষ্টি করেছে। 

দোকান মালিক খালিদ হাসান আকাশ বলেন, প্রতিদিনের মতো রাতে দোকান বন্ধ করে বাড়ি যাই। সকালে এসে দোকানের  তালা খোলার সময় একটি তালা কাটা অবস্থায় দেখতে পাই। সঙ্গে সঙ্গে দোকানে ঢুকে দেখতে পাই দোকানের র‌্যাকে সাজানো মোবাইল গুলি নেই। পরে সিসি ক্যামেরায় দেখতে পারি সকাল সাড়ে ৭টার দিকে  দোকানের একটি তালা খুলে ভিতরে প্রবেশ করে ড্রয়ারে রাখা আড়াই লক্ষ টাকা ও  বিভিন্ন কোম্পানির প্রায় ১৪ লক্ষ টাকা মূল্যের মোবাইল  গুলি চুরি করে নিয়ে গেছে চোর চক্র। 

বাসস্ট্যান্ড এলাকায় দিনের বেলায় এমন চুরির ঘটনা ঘটাতে  বর্তমানে এই দোকান নিয়ে নিরাপত্তাহীনতায় আছি। 

এবিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আজমগীর হোসাইন আজমের সাথে যোগাযোগ করলে তিনি জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে, দিনের বেলায় চুরি হওয়ার কারণে বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। উল্লেখ্য, গত মঙ্গলবার রাতেও নন্দীগ্রামের কুন্দারহাট এলাকায়  মেসার্স খাদিজা ট্রেডার্স সার ও কীটনাশকের দোকানে ইটের ওয়াল কেটে দুই লক্ষ ২৬ হাজার টাকার কীটনাশক ও ড্রয়ারে রাখা নগদ দেড় লক্ষ টাকা চুরির ঘটনা ঘটে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত