শনিবার ৫ জুলাই ২০২৫ ২১ আষাঢ় ১৪৩২
শনিবার ৫ জুলাই ২০২৫
পূবাইলে বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
টঙ্গী(গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৪, ৩:৫৫ PM আপডেট: ২৭.০২.২০২৪ ৩:৫৭ PM
গাজীপুরের পূবাইলে বাস চাপায় হাবিব (১৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টার দিকে পূবাইল থানাধীন টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক সড়কের করমতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত হাবিব টঙ্গী পূর্ব থানার মরকুন মধ্যপাড়া এলাকার বাসিন্দা। সে পূবাইল আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজে লেখাপড়ার পাশাপাশি স্থানীয় একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলো।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকালে টঙ্গী থেকে পূবাইলের মীরেরবাজারের দিকে যাওয়ার সময় একটি ইজিবাইক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এসময় ইজিবাইকের ধাক্কায় মোটরসাইকেল চালক সড়কে পড়ে গেলে নরসিংদী থেকে ঢাকাগামী পূবাইল পরিবহন লিমিটেড (পি.পি.এল) এর একটি বাস মোটরসাইকেল চালককে চাপা দেয়। এসময় ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক নিহত হয়৷ তবে বাস ও চালক কাউকেই আটক করা যায়নি।

পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত