গাজীপুরের টঙ্গীতে ম্যানহোল থেকে মানুষের মাথার খুলি উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।
সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বিআরটি ফ্লাইওভারের ৮০ নম্বর পিলারের পূর্ব পাশে নির্মাণাধীন ম্যানহোল থেকে খুলিটি উদ্ধার করা হয়। এঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যেও সৃষ্টি হয়।
পুলিশ জানায়, সোমবার সন্ধ্যায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে নির্মাণাধীন ম্যানহোলে মানুষের মাথার খুলি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে খুলিটি উদ্ধার করে থানায় নিয়ে আশে। মাথার খুলিটির দাঁতের অংশে উপরে পাটিতে ১২টি দাঁত আছে নিচের পাটির অংশটি পাওয়া যায়নি।
টঙ্গী পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম, ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মানব মস্তিষ্কের এই খুলিটি কোথা থেকে কিভাবে এখানে এসেছে বা কেউ ফেলে গেছে কিনা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।