শুক্রবার ১১ জুলাই ২০২৫ ২৭ আষাঢ় ১৪৩২
শুক্রবার ১১ জুলাই ২০২৫
মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও দোয়া
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১১ মার্চ, ২০২৪, ৪:০৯ PM আপডেট: ১১.০৩.২০২৪ ৪:৪১ PM
“রমজানের প্রবিত্রতা করি সংরক্ষণ, খোশ আমদেদ মাহে রমজান”এই ¯স্লোগানে নাটোরের বাগাতিপাড়ায় মাহে রমজানের তাৎপর্য শীর্ষক র‌্যালি, আলোচনা সভা ও দোয়া অন্ষ্ঠুান অনুষ্ঠিত হয়েছে। 

উপজেলার সকল মাদ্রাসার ছাত্র-শিক্ষকের আয়োজনে সোমবার (১১ মার্চ) সকালে এলাকাবাসীকে পবিত্র মাহে রমজানের আগাম শুভেচ্ছা জানিয়ে র‌্যালিটি মালঞ্চি রেলগেট থেকে উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ শেষে পেড়াবাড়িয়া দাখিল মাদ্রাসার সভাকক্ষে অনুষ্ঠিত এক আলোচনা সভায় মিলিত হয়। 

পেড়াবাড়িয়া দাখিল মাদ্রাসার সভাপতি বর্ষিয়ান আওয়ামী লীগ নেতা সেকেন্দার রহমান ’র সভাপতিত্বে ও সুপার শামসুল আরেফিন’র সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা অধ্যাপক আবুল হোসেন,উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা আফজাল হোসেন ও সেক্রেটারী মাওলানা নুরুজ্জামান,কাদিরাবাদ কাজীপাড়া আহ্মাদীয়া আলীম মাদ্রাসার প্রিন্সিপাল ইব্রাহীম হোসেন, উপজেলা কলচারাল একাডেমীর প্রশিক্ষক সাংস্কৃতিক ব্যক্তিত্ব আরশাদ আলী,উপজেলা জাতীয় পার্টীর সভাপতি শমসের আলী, উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আরিফুল ইসলাম তপু ,জয়ন্তীপুর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা রবিউল ইসলাম,তালতলা ওয়ারেছিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আকরাম আলী প্রমুখ।আলোচনা শেষে দেশ জাতি ও মুসলিম উম্মার কল্যাণে দোয়া করা হয়।
 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত