ঘাটাইলে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত
ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৭ মার্চ, ২০২৪, ৪:০১ PM
 টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
রোববার দিবসটি উপলক্ষে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের চিত্রাংকন প্রতিযোগিতা বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পন ও দোয়া মাহফিল পরে একটি শোভাযাত্রা পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা নির্বাহী অফিসার ইউএনও ইরতিজা হাসানের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসটি উপলক্ষে প্রধান অতিথির বক্তব্য রাখেন টাঙ্গাইল-৩ ঘাটাইল আসনের সংসদ সদস্য আলহাজ্ব আমানুর রহমান খান রানা।
বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র আব্দুর রশিদ মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী আরজু, মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা সুলতানা শিল্পী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কিশোর কুমার দাস, ঘাটাইল থানা অফিসার ইনচার্জ (ওসি) আবু ছালাম মিয়া,ইন্সপেক্টর তদন্ত সজল খান, উপজেলা কৃষি অফিসার দিলশাদ জাহান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জামুরিয়া ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম খান হেষ্টিংস, ঘাটাইল সদর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান হীরা, দিঘলকান্দি ইউপি চেয়ারম্যান রেজাউল করিম (মটু) প্রমুখ।
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com. কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
|