বগুড়ার কাহালুতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী জাতীয় শিশু দিবস উপলক্ষে, উপজেলা প্রশাসনের গৃহীত কর্মসূচীর মধ্যে ছিল,শিশু সমাবেশ, আনন্দ শোভা যাত্রা,প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
সকালে উপজেলা চত্বরে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন,উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, থানা পুলিশ,আনসার ভিডিপি,উপজেলা আওয়ামীলীগ,পৌর সভা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ হতে পুস্পস্তবক অর্পণ করা হয়। এরপর শিশু সমাবেশ ও অনন্দ শোভা যাত্রা বের করা হয়।
সোভাযাত্রা শেষে স্থানীয় অডিটরিয়াম হলে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মেরিনা আফরোজ এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাসিবুল হাসান কবিরাজ সুরুজ,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু মুছা,উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রশিদ লালু,রওশন আক্তার, থানা অফিসার ইনর্চাজ সেলিম রেজা,বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হক,কাহালু প্রেসক্লাব সভাপতি নুরুজ্জামান সোহেল প্রমুখ। এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠান, মসজিদ ও মন্দিরে বিশেষ প্রর্থনা ও বঙ্গবন্ধুর জীবনী ও মহান মুক্তিযুদ্ধভিত্তিক ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।
অপরদিকে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীগের সভাপতি সাবেক পৌর মেয়র আলহাজ্ব হেলাল উদ্দিনের সভাপতি বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান,সাংগঠনিক সম্পাদক মিটু চৌধুরীসহ উপজেলা ,পৌর ও ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।