পবিত্র রমজান মাসের শুরুর দিকে বেচাকেনা না হল শেষের দিকে। দশমিনার মার্কেটগুলোতে শুরু হয়েছে পবিত্র ঈদুল ফিতর ও পহেলা বৈশাখের কেনাকাটা। গত কয়েক বছর ঈদের বাজার মুটামুটি চাঙ্গা না থাকলেও এবার ব্যতিক্রম।
সরেজমিনে মার্কেট গুলোতে বেলা ১১ টার পর থেকে উপচেপড়া ভিড় দেখা যায়। নিজের পছন্দের পোশাক কিনতে এক মার্কেট থেকে আরেক মার্কেটে ছুটে যাচ্ছেন ক্রেতারা। তবে পণ্যসামগ্রীর দাম আগের বছর গুলোর তুলনায় অনেক বেশি বলে জানিয়েছেন তারা।
এদিকে ঈদ ও পহেলা বৈশাখ একই মাসে হওয়ায় ক্রেতাদের সন্তুষ্ট করতে চেষ্টার কোনো কমতি রাখছেন না বিক্রেতারা।
তাছাড়া গ্রাহকদের আকৃষ্ট করতে বিভিন্ন দোকানে দেওয়া হয়েছে নির্দিষ্ট মূল্যের অফার। উপজেলার সদরে জেলার চেয়ারম্যান সুপার মার্কেটর,কয়েকটি দোকানে ঘুরে দেখা গেছে, রমজানের শুরুর পর থেকে ক্রেতাদের উপস্থিতি কম থাকলেও বর্তমানে তা বেড়েছে। নিজেদের পছন্দের জামা-কাপড়,জুতা নিতে বিভিন্ন দোকানে ভিড় করছেন ক্রেতারা। তবে দাম বেশি হওয়ায় একাধিকবার দোকানে এসেও নিজের পছন্দের কেনাকাটা করতে পারেননি অনেকে। তারপরও নিজের পছন্দের পণ্য ঈদের আগে কিনবেন বলে জানান ক্রেতারা।
সদরের মা মাগার্মেন্টস,হাজী ডিপার্টমেন্টল স্টর, আরিফা গার্মেন্টস,ইউনিক ফ্যাশন, পণ্যমেলা কসমেটিক্স, সাব্বির ফ্যাশন হাউজ,আরিশা গার্মেন্টস, জিরো পয়েন্টসহ সকালে থেকে রাত পর্যন্ত দেখা যায় ক্রেতাদের উপচেপড়া ভিড়।
আমিনুল ইসলাম নামে এক ক্রেতা জানান ,গতবছর পরিবারের জন্য ৭ থেকে ১০ হাজার টাকা খরচ করলে পরিবারের সবার জন্য অল্পের মধ্যে কেনাকাটা হয়েছেল,কিন্তু এবার ঈদ ও পহেলা বৈশাখ একই মাসে হওয়া পরিবারের সদস্যের জন্য দ্বিগুন দামে কিনতে হচ্ছে সবার জন্য ঈদের পোশাক।
অপরদিকে ঈদ ও পহেলা বৈশাখ একই মাসে হওয়ায় বাজারে ক্রেতাদের উপস্থিতি দিন, দিন বৃদ্ধি পাচ্ছে। এদিকে দামের ব্যাপারে ব্যবসায়ীরা জানান,প্রতিটা পণ্যেরই দাম বেড়েছে ,তাই ঈদের মার্কেটেও এর প্রভাব পড়েছে।
দশমিনা পণ্য মেলা কসমেটিক্স পরিচালক মো.সোহাগ আহমেদ লিওন বলেন,আগের চেয়ে এখন সকল পন্য মালামালের দাম বেশি দিয়ে কিনতে হয় তাই এখন বেচাকেনা করতে অনেক সমস্যা হয়। তারপর ও আমরা চেষ্টা করি ক্রেতাদের মন রক্ষা করার জন্য।
আরিশা গার্মেন্টসের মো.মোস্তাফিজুর রহমান, বেচা কেনা মোটামুটি ভালোই হইতেছে তবে মালামালের দাম একটু বেড়ে যাওয়ায়া ক্রেতারা দোকানে দোকানে ঘুরে যাচাই-বাছাই করে পছন্দের জিনিস কিনছেন। তবে ঈদ যতই ঘনিয়ে আসছে বেচাকেনাও ভাল হইতেচেনা। বিশেষ করে সচ্ছল পরিবারের লোকজনই কেনাকাটায় এগিয়ে বলে দোকানিদেরে অভিমত।
হাজী ডিপার্টমেন্টর স্টোরের মালিক, আলহাজ্ব মো.আবদুল হক জানান,এবার ঈদুল ফিতর ও পহেলা বৈশাখ দুইটা উৎসব একাত্ত হয়, গতবারের চেয়ে তুলনামূলক বেচাকিনা এবার অনেক ভালো, আমার এই শপিং মলে অনেক দূর দুরান্ত থেকে কাস্টমার এসে সুলভ মূল্যে পন্য কিনতে পারে, যতটুক পারি চেষ্টা করি কাস্টমারদের বিশেষ মূল্য ছাড় দিযতে।
পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে বলে জানানিয়েছেন দশমিনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম মজুমদার,তিনি বলেন, বাজারোর গুরুত্বপূর্ণ জায়গায় পুলিশের টহল ডিউটির পাশাপাশি বাজার কেন্দ্রিক একটি টিম দেওয়া হয়েছে। ঈদকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।