টাঙ্গাইলের ভূঞাপুরে (২০২৩-২০২৪) অর্থ বছরে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় (আলু, মিষ্টি আলু, পানি কচু, লতি কচু, মুখী কচু, ওল কচু ও গাছ আলু) চাষাবাদ সম্পর্কে কৃষকদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৪ এপ্রিল) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ৩০ জন কৃষাণ কৃষাণি অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রশিক্ষণ প্রদান করেন- উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মোখলেছুর রহমান ও উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নাজমুল হাসান মামুন। এসময় সাংবাদিক মিজানুর রহমান, কোরবান আলী তালুকদার সহ উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় কৃষাণ কৃষাণিদের মাঝে কৃষি প্রশিক্ষণ হাতবই, খাতা, কলম ও সনদ প্রদান করা হয়।