শনিবার ৫ জুলাই ২০২৫ ২১ আষাঢ় ১৪৩২
শনিবার ৫ জুলাই ২০২৫
নাচোলে ভুয়া ডিজিএফআইসহ আটক ২
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪, ৮:৩৯ PM
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ১জন ভূয়া ডিজিএফআইসহ দুইজনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর নামো শংকর বাটি মহল্লার এনামুল হকের ছেলে সিরাজুল ইসলাম (৫৫) ও নাচোল উপজেলার  উত্তর মল্লিকপুর গ্রামের  খলিল উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম (৫২)। 

নাচোল থানার ওসি তারেকুর রহমান সর কার আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে রেগুলার মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে নাচোল-আড্ডা সড়কের পৌর ভবনের পাশে অবস্থিত রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক থেকে ১০ লাখ টাকা ঋণ নেয়ার জন্য নাচোল উত্তর মল্লিকপুর গ্রামের  রফিকুল ইসলাম গিয়ে চেষ্টা করেন এসময় তার সঙ্গে থাকা ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ সদরের নামো শংকর বাটি মহল্লার সিরাজুল ইসলাম ডিজিএফআই এর ডাইরেক্টর পরিচয় দেন এবং ঋণ দেয়ার জন্য রাকাবের ম্যানেজারকে অনুরোধ করেন। 

এসময় ব্যাংক ম্যানেজারের সন্দেহ হলে তিনি পুলিশে খবর দেন। পুলিশ ব্যাংক থেকে তাদেরকে আটক করে জিঞ্জাসাবাদ করলে তারা ভূয়া ডিজিএফআই এর কথা স্বীকার করেন।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত