শনিবার ৫ জুলাই ২০২৫ ২১ আষাঢ় ১৪৩২
শনিবার ৫ জুলাই ২০২৫
রাসিক জনসংযোগ কর্মকর্তার অসৈজন্যমূলক আচরণে ক্ষুব্ধ সাংবাদিকরা
সানোয়ার আরিফ, রাজশাহী
প্রকাশ: বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪, ৮:০৭ PM
সঠিক সময়ে প্রেস লিজ পাঠাতে কালক্ষেপণ, সাংবাদিকদের অবমূল্যায়ন এবং অসৈজন্যমূলক ও বৈষম্যমূলক আচরণের  অভিযোগ উঠেছে রাজশাহী সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান মিশুর বিরুদ্ধে। 

সাংবাদিকদের অভিযোগ, সিটি কর্পোরেশনের উন্নয়নমূলক কাজের তথ্যের জন্য মোবাইল করলে তিনি ফোন রিসিভ করেন না, এছাড়া সাক্ষাত করতে গেলে কাজের অজুহাতে দেখিয়ে সময় দেননা। সিটি কর্পোরেশনের গুরুত্বপূর্ণ পদটিতে আসিন এই কর্মকর্তার আচরণে ক্ষুব্ধ সাংবাদিকরা।

অভিযোগ রয়েছে, তিনি তার চেয়ারটি ঠিক রাখতে হাতেগোনা গুটিকয়েক সাংবাদিককে সিটি কর্পোরেশনের সকল সুবিধা দিয়ে হাতে রেখেছেন। যে কোন অনুষ্ঠানে দাওয়াত দেয়া, অনারিয়াম দেয়া, সিটি মেয়রের দেয়া ঈদ উপহার নিয়েও বৈষম্যমূলক আচরণের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সম্প্রতি অনুষ্ঠিত হওয়া ঈদুল ফেতরে এমনটাই করেছেন তিনি। হাতে গোনা কয়েক জনকে ম্যানেজ করে অনেককে শুন্য হাতে ফিরিয়ে দেয়ার অভিযোগ অনেক সাংবাদিকের। 

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন সাংবাদিক আক্ষেপ করে বলেন, মেয়র মহোদয় সাংবাদিক বান্ধব এটা আমরা জানি। তিনি সকল সাংবাদিককে সমান চোখে দেখেন। ঈদ উপহারগুলো সম বন্টনে দায়িত্বে দেয়া জনসংযোগ কর্মকর্তা এর অপব্যবহার করেছেন।

এ ব্যাপারে জনসংযোগ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান মিশুর সাথে কথা বললে তিনি জানান, মেয়র মহোদয় যেভাবে বলে আমি সেই ভাবে কাজ করি।

সাংবাদিকদের অবমূল্যায়ন এবং অসৈজন্যমূলক ও বৈষম্যমূলক আচরণের বিষয়টির দিকে নজর দেয়ার জন্য মেয়র মহাদয়ের দৃষ্টি দেয়া দরকার বলে মনে করেন ক্ষুব্ধ সাংবাদিকরা।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত