ঢাকার কেরানীগঞ্জ উপজেলার জিনজিরা কুশিয়ারবাগ এলাকায় আল-হেরা কিডস গার্ডেন মাদ্রাসার উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে গত শুক্রবার সকালে মাদ্রাসা ক্যাম্পাসে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর মহাপরিচালক ও দৈনিক ইনকিলাব পত্রিকার সিনিয়র সহকারী সম্পাদক আল্লামা ওবাইদুর রহমান খান নদভী হাফিজাহুল্লাহ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লেখক ও গবেষক শরিফুল ইসলাম রিয়াদ, অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন হাফেজ শিহাব উল্লাহ, সভাপতিত্ব করেন ফয়েজ নগর জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি আবু বকর কাশেমী।
এছাড়াও মুফতি আল আমিন শাহাদাত এর পরিচালনায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সেক্রেটারি আলহাজ্ব হাফেজ জয়নুল আবেদিন, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সিনিয়র পরিদর্শক মাওলানা আতিকুর রহমান, আমিরাবাগ মসজিদের ইমাম ও খতিব মাওলানা মফিজুল ইসলাম, বড় কুশিয়ারবাগ মসজিদের ইমাম ও খতিব মাওলানা শিহাব উদ্দিন, বরিশুর বাজার মসজিদের খতিব মাওলানা নাজমুল হক সাকিব, মান্দাইল বাজার মসজিদের খতিব সাব্বির হাসান আল হাদী সহ অসংখ্য আলেমগন উপস্থিত ছিলেন।
ছাত্র-ছাত্রী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সরব উপস্থিতিতে মুখরিত ছিলো অনুষ্ঠান প্রাঙ্গন। দোয়া মোনাজাত ও অতিথি আপ্যায়নের মধ্য দিয়ে এ উদ্বোধনী অনুষ্ঠান শেষ করা হয়।