শনিবার ৫ জুলাই ২০২৫ ২১ আষাঢ় ১৪৩২
শনিবার ৫ জুলাই ২০২৫
মহানবীর খাবার নিয়ে কটুক্তি করায় যুবক গ্রেফতার
গঙ্গাচড়া প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ৮:৩৮ PM
হযরত মোহাম্মদ (স) এর খাওয়া নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে  কটুক্তি করার অভিযোগ এক যুবককে গ্রেফতার করেছে রংপুর জেলার বদরগঞ্জ থানা পুলিশ। 

বুধবার দুপুরে ফেসবুক আইডি থেকে একটি কমেন্টে এ ধরনের খবরের স্কিনশর্ট ছড়িয়ে পড়লে স্হানীয়দের সহায়তায় গ্রেফতার করে বলে জানান বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল লতিফ মিঞা। 

জয়ন্ত কুমার রায় রংপুর জেলার বদরগঞ্জ পৌরশহরের ৫ নং ওয়ার্ডের  কৈলাশপাড়ার বাবলু মহন্তের ছেলে।

জানা যায়, জয়ন্ত কুমার তার নিজের ফেসবুক আইডি থেকে বিভিন্ন জায়গায় নবীজির খাবার নিয়ে কটুক্তি করে। এই কমেন্টের স্কিনশর্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সকলের নজরে আসে। বিষয়টি নিয়ে ফেসবুকে তোলপাড় ও প্রতিবাদের ঝড় ওঠে।পরে স্হানীয়রা উপজেলার মীরাপড়া  থেকে আটক করে ওই যুবককে পুলিশে দেন।  

এ বিষয়ে বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ মিঞা বলেন, ঘটনা সত্য, অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত