শুক্রবার ১১ জুলাই ২০২৫ ২৭ আষাঢ় ১৪৩২
শুক্রবার ১১ জুলাই ২০২৫
দশমিনায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ
দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২ মে, ২০২৪, ২:৪১ PM
দশমিনায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উফশী আউশ আবাদ বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২ মে) সকাল ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার নাফিসা নাজ নীরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে স্থানীয় সংসদ সদস্য এসএম শাহজাদা ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দশমিনা থানার  এসআই মো. ফিরোজ, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার খালিদ  মাহমুদ, চরবোরহান ইউপি চেয়ারম্যান মো. নজির সরদার প্রমুখ।

এ সময় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা জাফর আহম্মেদ। 

অনুষ্ঠানের শেষে কৃষি প্রণোদনা কর্মসূচি ২০২৩-২৪ অর্থ বছরে খরিপ-১ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ১৭০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ উফশী আউশ ধান বীজ- ০৫ কেজি, ডিএপি সার-১০, এমওপি সার-১০ কেজি রাসায়নিক সার বিতরণ করেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত