রবিবার ১৩ জুলাই ২০২৫ ২৯ আষাঢ় ১৪৩২
রবিবার ১৩ জুলাই ২০২৫
আখাউড়ায় ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে বাবার মৃত্যু
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩ মে, ২০২৪, ৭:৪৩ PM
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে ছেলের মৃত্যুর পাঁচ দিনে মারা গেছেন বাবা। শুক্রবার (৩ মে) দুপুরে উপজেলার উত্তর ইউনিয়নের আনোয়ারপুর গ্রামের নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায় বাবা ছাদেক ভুইঁয়া(৫৫) ।

এর আগে গত সোমবার ব্রাহ্মনবাড়িয়া থেকে আখাউড়া আসার পথে জেলার ভাদুঘর এলাকায় মোটরসাইকেল দূর্ঘটনায় ছেলে শাহদাৎ ভুঁইয়ার(২০) মৃত্যু হয়েছিল।

ছাদেক ভুঁইয়ার চাচাত ভাই আক্কাস ভুঁইয়া মৃত্যুর খবরটি নিশ্চিত করে বলেন, গত সোমবার আমার ছোট ভাতিজা শাহাদাৎ ভুঁইয়া মোটরসাইকেল দূর্ঘটনায় নিহত হওয়ার পর থেকে আমার ভাই একপ্রকার বাকরুদ্ধ হয়ে পরে। শুধু চোখের পানি ফেলত আর বলত- আমার কইলজার টুকরারে তুমি কই নিয়া গেলা আল্লাহ। তুমি আমারেও নিয়া যাও। আমার বাবারে ছাড়া আমি কেমনে থাকুম। অবশেষে আল্লাহ আমার ভাইকেও নিয়ে গেলো। 

তিনি তার ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে আজ দুপুরে নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। বাদ মাগরিব আনোয়ারপুর মসজিদ মাঠে জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তার ছেলের পাশে দাফন করা হয়।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, একেবারেই নম্র-ভদ্র সদালাপী শাহদাৎ ভুঁইয়া দুই ভাই ও এক বোনের মধ্যে সে সবার ছোট। এই ছোট ছেলের মৃত্যুর শোক ছাদেক ভুঁইয়া সইতে পারেনি। পাঁচ দিনের ব্যবধানে পিতা-পুত্রের মৃত্যুতে পরিবারের লোকজনসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত